আমরা আজ আপনাদের সাথে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব। বর্তমানে সকলেই চাকরি করার জন্য আগ্রহী। তবে অন্যান্য সকল চাকরির থেকে প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি জনপ্রিয়। কারণ এই নিয়োগে জেলা ভিত্তিক ভাবে অসংখ্য প্রার্থী চাকরির সুযোগ পাবেন। তবে প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েদের সুযোগ অনেকাংশে বেশি। তাই মেয়েদের জন্য এটি একটি বিশাল সুযোগ। সেজন্য অনেক মেয়ে প্রার্থীরা আবেদন করেছেন।
কতৃপক্ষগন আবেদন করার তারিখ ঘোষণা করেছেন ৩০ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত। এখন অনেক প্রার্থী আছেন যারা প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন করেছেন কিন্তু তাদের চাকরি পরীক্ষার জন্য কোন প্রকার প্রস্তুতি নেই। তারা অনেক দুশ্চিন্তায় ভোগেন। এমনকি কি পড়বেন, কোথায় থেকে শুরু করবেন, কোন বই পড়লে অল্প সময়ের মধ্যেই ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব। সে সকল প্রশ্নের উত্তর খুঁজে থাকেন। মূলত সে সকল প্রার্থীদের জন্য আমাদের এই নিবন্ধ।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ২০২৩ সম্পর্কে জানতে চাইলে আমাদের এই নিবন্ধটি মনোযোগ সহকারে পড়ুন। কারণ সকল পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা এখানে অল্প সময়ের মধ্যে কিভাবে আপনি প্রাইমারি নিয়োগ পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবেন সে সম্পর্কে আলোচনা করছি।
আপনি যদি প্রাইমারি নিবন্ধন পরীক্ষার নতুন প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে চাকরি পরীক্ষার জন্য বিভিন্ন প্রকাশনীর বই পাওয়া যায় সেগুলো সংগ্রহ করতে হবে। এমনকি আপনাকে জানতে হবে প্রশ্নপত্রের মানবন্টন সম্পর্কে। সেজন্য চাকরির প্রস্তুতির জন্য যে বই পড়বেন সেই বইয়ে দেওয়া বিগত বছরের প্রশ্ন অনুসরণ করুন। তাহলে প্রশ্নের ধরণ সম্পর্কে জানতে পারবেন।
Primary Assistant Teacher Job Preparation
এখন প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি কোথায় থেকে শুরু করবেন সে সম্পর্কে বলবো। প্রাইমারি নিয়োগ পরীক্ষার কোন সিলেবাস নেই। কিন্তু কোন কোন বিষয়ের ওপর পরীক্ষা হবে, এমনকি প্রতিটি বিষয়ের ওপর কত মার্ক থাকবে সেগুলো ধারণা থাকতে হবে। প্রধানত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলা , ইংরেজি, গনিত, সাধারণ জ্ঞান, কম্পিউটার, বিজ্ঞান এসকল বিষয়ের ওপর প্রশ্ন করা হয়ে থাকে। তার মধ্যে থেকে বাংলা বিষয়ের ওপর থাকবে ২০ নাম্বার, ইংরেজি বিষয়ের ওপর থাকবে ২০ নাম্বার, গণিত বিষয়ের ওপর থাকবে ২০ নাম্বার, সাধারণ জ্ঞান, কম্পিউটার, বিজ্ঞান এসকল বিষয়ের ওপর থাকবে ২০ নাম্বার। পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আপনাকে কমপক্ষে ৬৫/৭০ নাম্বার পেতে হবে।
প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে করনীয় বিষয় গুলো হলো:
- প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন অনুসরণ করা।
- ২০১০ থেকে ২০১৯ সালের প্রশ্ন গুলো ভালো করে পড়া।
- যে সকল অধ্যায় থেকে বিগত বছরের প্রশ্ন হয়েছে সে সকল অধ্যায় গুলো ওপর বিশেষ গুরুত্ব দেওয়া।
- যে বিষয়ের ওপর আপনি দূর্বল সেই বিষয় প্রথমে পড়তে হবে।
- তবে সাধারণ জ্ঞান, কম্পিউটার, বিজ্ঞান এই ৩টি বিষয় মিলে ২০নাম্বারের প্রশ্ন থাকবে। তাই সাধারণ জ্ঞান থেকে সকল বিষয় পড়ার প্রয়োজন নেই। বাংলাদেশ বিষয়াবলী ভালো ভাবে অনুসরণ করতে হবে। কম্পিউটার বিষয়ে সাধারণ মৌলিক বিষয়ের ওপর ধারণা নিলেই হবে।
- পরীক্ষায় টিকে থাকতে হলে আপনাকে বাংলা, ইংরেজি, গনিত এ বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
- ইংরেজি বিষয়ের ক্ষেত্রে গ্রামার অংশ বিশেষ গুরুত্ব দিতে হবে literature অংশ তেমন ভাবে পড়ার দরকার নাই।
- গণিত বিষয়ের ক্ষেত্রে পাটি গণিত, বীজগণিত,জ্যামিতি এ সকল বিষয়ের ওপর প্রশ্ন থাকে। তবে পার্টি গণিতে সংখ্যার ধারণা, লাভ-ক্ষতি, বয়স সংক্রান্ত প্রশ্ন, অনুপাত সমানুপাত, ঐকিক নিয়ম, সুদের হার নির্ণয়। বীজ গণিতে মান নির্ণয়, সরল সমীকরণ এ অংশ বিশেষ গুরুত্ব দিতে হবে। জ্যামিতির ক্ষেত্রে বিভিন্ন প্রকার কোন, ত্রিভুজ, আয়তক্ষেত্র, বৃত্ত এগুলোর মধ্যে থেকে প্রশ্ন করা হয়ে থাকে।
- বাংলা বিষয়ের ক্ষেত্রে বাংলা ব্যাকরণের সকল অধ্যায় পড়ার প্রয়োজন নেই। তবে কিছু কিছু অধ্যায় গুলো বিশেষ গুরুত্ব দিতে হবে। তাহলো সমার্থক শব্দ , সন্ধিবিচ্ছেদ, শুদ্ধ বানান,( ভাষা,ধ্বনি, বর্ণ), এক কথায় প্রকাশ, বাগধারা, পারিভাষিক শব্দ, সমাস, কারক, বাক্য শুদ্ধি এ সকল অধ্যায় গুলো বিশেষ গুরুত্ব দিতে হবে।
উপসংহার
উপরের আলোচনায় যে সকল নিয়ম উল্লেখ করা হয়েছে সেগুলো ভালো ভাবে অনুসরণ করলে আপনি খুব সহজেই প্রাথমিক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। এমনকি আরো ভালো প্রস্তুতির জন্য আপনি অন্যান্য সকল চাকরির প্রশ্ন অথবা বিসিএসের প্রিলিমিনারি প্রশ্নপত্র অনুসরণ করতে পারেন। আমরা পরবর্তী নিবন্ধে আরও সকল তথ্য প্রদান করবো । সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
No comments:
Post a Comment